• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৮:২৭ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন 

কক্সবাজারꩵের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটেꦦছে। এতে বেসরকারি প্রতিষ্টান ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়।

সোমবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উখিয়ার ১৭ নমꦏ্বর রোহিঙ্গা ক্♕যাম্পে এ ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপ-সচিব) মোহাম্মদꦆ সামছুদ্দৌজা নয়ন।

মোহাম্মদ সামছুদ্দৌজা নয়ন বলেন, “অগ্নিকাণ্ডে ব্র্যাকের এক✅টি প্রশিক্ষণ কেন্দ্⛦র পুড়ে গেছে।”

এছাড়া রোহিঙ্গা শিবিরে দায়িত্বরত ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক বলেন, “দুপুরে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও এপিবিএনসহ সরকারি বিভিন্ন সংস্থার এক ঘণ্টার চেষ্টায় ﷽দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।&r🔯dquo;

এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আগুনে একটি স্বাস্থ্য সেন্টার পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে উখিয়া ফায়ার সার্ভি🍰স ও পরে কক্সবাজার স্টেশন থেকে দুইটি ইউনিট যোগ দেয়। তবে এখনℱও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগꦑে এ বছরের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ ༒কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় তিন হাজারের বেশি মানুষ আশ্রয় হারায়।

এর আগেও ২ জানুয়ারি উখিয়ার বালুখা🌄লী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম)ꩲ পরিচালিত কোভিড হাসপাতালে আগুন লাগে।

Link copied!